১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএসইসিতে নতুন তিন কমিশনার

-

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন কমিশনারের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক (সচিব) মোহাম্মদ মোহসীন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) এর বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন কমিশনারদের আগামী ২০ মে থেকে অথবা পরবর্তী যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদের জন্য এ পদে নিয়োগ দেয়া হলো।
এর আগে গত ২৮ এপ্রিল আরো চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব পান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।


আরো সংবাদ



premium cement