রূপালী ব্যাংকের লালমনিরহাট করপোরেট শাখা নতুন ভবনে
- লালমনিরহাট প্রতিনিধি
- ০৮ মে ২০২৪, ০০:০৫
রূপালী ব্যাংকের লালমনিরহাট করপোরেট শাখা স্থানান্তর ও নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। গতকাল ৭ মে সকাল ১০টায় শহরের কালীবাড়ী রোড, পুরান বাজারের দ্বিতীয়তলা রূপালী ব্যাংকের করপোরেট শাখা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে লালমনিরহাট করপোরেট শাখার প্রধান প্রদীপ কুমার পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাহমুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার এস এম আবুল হাসান।
এ ছাড়াও লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিরাজুল হক, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম মাহাবুবুল আলম মিঠু, লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক, ব্যবসায়ী খোরশেদ আলম দুলাল, আমিরুল হায়াৎ আহমেদ মুকুল সেকেন্দার আলী, ভবন মালিক সাইফুল ইসলামসহ ব্যাংকের জোনাল শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।