রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে মেরিন একাডেমির সমঝোতা চুক্তি
- রংপুর অফিস
- ০৭ মে ২০২৪, ০০:০৫
গবেষণা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দফতরের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর প্রতিষ্ঠান দুটি সব ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা বিনিময়ের মাধ্যমে নিজেদের মানোন্নয়নের পাশাপাশি বাংলাদেশের জন্য শিক্ষিত ও দক্ষ জনবল তৈরি করতে পারবে।