এইউবিতে ওরিয়েন্টেশন ও কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
- ০১ মে ২০২৪, ০০:০৫
¯িপ্রং সেমিস্টার ২০২৪ এর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন সিরেমনি ও কালচারাল ফেস্টের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মালয়েশিয়া আইআইইউএমের গোল্ড মেডালিস্ট শিক্ষাবিদ ড. মুহাম্মাদ জাফার সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ও অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ডের ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। ওরিয়েন্টেশন সিরেমনিতে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার একেএম এনামুল হক, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, স্কুল অব আর্টসের ডিন প্রফেসর এ এইচ এম ছালেক, স্কুল অব এডুকেশনের ডিন প্রফেসর ড. শিরীন আখতার, প্রক্টর এম এ মতিন, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।