১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চতুর্থ ইন্টারন্যাশনাল ট্রেড সামিট ১৪ ও ১৫ মে

-

‘টেকসই ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৪ ও ১৫ মে ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে চতুর্থ ইন্টারন্যাশনাল ট্রেড সামিট অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ২৫টি দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেবেন। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা দিচ্ছে বিশ^খ্যাত সামিট আয়োজক ভারতের বিগমিন্ট। গতকাল সকালে আয়োজক ভারতের পক্ষে সুমিত আগরওয়াল ও বাংলাদেশের পক্ষে দিলশাদ আহমেদ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র সাথে সাক্ষাৎ করেন এবং আন্তর্জাতিক এ সামিটের বিষয়ে অবহিত করেন। এ সময় মন্ত্রী শিল্প মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন। সম্মেলনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি ও এফবিসিসিআই সভাপতি মাহাবুবুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ১৪ মে সকালে সম্মেলনের উদ্বোধন করবেন একুশে পদক বিজয়ী শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement