পতনের ধারায় পুঁজিবাজার দিশেহারা বিনিয়োগকারীরা
- বিশেষ সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
- একদিনেই এক হাজার ৬১৫ কোটি টাকা নেই
- ৭২.৫৩ শতাংশ কোম্পানি শেয়ারদর হারিয়েছে
পতনের ধারা থেকে বেরিয়ে আসতে পারছে না দেশের পুঁজিবাজার। ঈদের পর টানা পতনের কবলে রয়েছে। একদিনের ব্যবধানে ডিএসইতে তারল্য কমেছে আরো এক হাজার ৬১৫ কোটি টাকা। একদিকে দরপতন অন্যদিকে তারল্য সঙ্কটে পুঁজিবাজার। আর ৭২.৫৩ শতাংশ কোম্পানির শেয়ারদর পতনে দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা। ঈদের পর থেকে গতকাল পর্যন্ত ডিএসইর প্রধান সূচক থেকে ১২৫.০৫ পয়েন্ট ঝরে গেছে।
লেনদেনের তথ্য থেকে বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে চার কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৪১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট ১৩০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ১৯ দশমিক ৪১ পয়েন্ট পতনের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক পাঁচ হাজার ৬৬৭ পয়েন্টে অবস্থান করে। অব্যাহত পতনে দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আরো ৩২.৯৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৫৩.৭১ পয়েন্টে, শরিয়াহ সূচক ৮.০১ পয়েন্ট কমে এক হাজার ২৩৮.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৮২.৪৩ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৫টির, দর কমেছে ২৮৫টির বা ৭২.৫৩ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। ১৪ কোটি ৮৬ লাখ পাঁচ হাজার ৪৭৪টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ড ডিএসইতে ৪৭৮ কোটি ২৩ লাখ টাকায় হাতবদল হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই লেনদেন ৪৪ কোটি ২৮ লাখ টাকা কম। ওই দিন লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৫১ লাখ টাকার।
এদিকে, ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এসব কোম্পানির মোট ৩০ লাখ পাঁচ হাজার ৫৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকায়। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে- ফাইন ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকারও বেশি। ফাইন ফুডের ৯ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের দুই কোটি ৩৮ লাখ ৭৪ হাজার টাকার এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দুই কোটি চার লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৯.৪৮ পয়েন্ট কমে ১৬ হাজার ১২৫.৬৩ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৬৯.৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ৬৯৭.৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৭.৩৬ পয়েন্ট কমে বারো হাজার ৪০৬.৩৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। ৪০ লাখ ৫০ হাজার ৪৮৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ১৭ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৮০ টাকায়।
শেয়ার বেচবে এসএস স্টিলের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের কাছে ৩৭ লাখ ১৩ হাজার ৫০৬টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ২৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন বলে ডিএসই তথ্যটি প্রকাশ করেছে। তাকে এপ্রিলের ৩০ তারিখের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করতে হবে।
গতকালের বাজার নিয়ে প্রাতিষ্ঠানিক পর্যালোচনায় বলা হয়েছে, তারল্য ঘাটতি, উচ্চ সুদহার এবং সাম্প্রতিক ইরান-ইসরাইলের যুদ্ধের একটা নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়েছে। ১৯টি খাতে একটি খাত ছাড়া বাকি ১৮টি খাতই লোকসানের কবলে। কমেছে প্রতিদিনের শেয়ার বিক্রি ১৪ শতাংশ ও টাকায় লেনদেনের পরিমাণ ৮ শতাংশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা