মানারাত কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতি হিসেবে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অব: মো: মেহদী হাসান সভায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্টাডিজ, ইতিহাস ও ভূগোল বিভাগের প্রধান মুহাম্মদ হাফিজুর রহমান। সভাপতির বক্তৃতায় কলেজের অধ্যক্ষ বলেন, বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের মধ্যে ছিল স্বাধীন বাংলাদেশের বীজ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের মাধ্যমে এই বীজটি চারাগাছে রূপান্তরিত হয় এবং ১৬ ডিসেম্বর চারাগাছটি একটি বৃক্ষে অর্থাৎ স্বাধীন বাংলাদেশে পরিণত হয়। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষদ্বয় অধ্যাপক মো: হাবিবুর রহমান আকন্দ ও অধ্যাপক তাহমিনা ইয়াসমীন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা