১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানারাত কলেজে পয়লা বৈশাখ উদযাপিত

-

বাংলা নববর্ষ অনুষ্ঠান-১৪৩১ উপলক্ষে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে নিতে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় প্রধান আলোচক ও সভাপতি হিসেবে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: মেহদী হাসান প্রামাণিক, পিএসসি। এ সময় তিনি বলেন, বাংলা নববর্ষ উৎসব আয়োজনের বিশেষ তাৎপর্য হলো দেশীয় সংস্কৃতিকে লালন করা।
এ দেশ আমাদের। আমরা আমাদের সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষদ্বয় প্রফেসর মো: হাবিবুর রহমান আকন্দ ও অধ্যাপক তাহমিনা ইয়াসমিন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement