চট্টগ্রাম বিমানবন্দর সড়কের প্রবেশ মুখের অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখসহ ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ যাত্রী ছাউনি ও দোকানপাঠ উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা মোবাইল কোর্ট পরিচালনা করে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করে দেন।
করপোরেশন সূত্র জানিয়েছে, অবৈধভাবে যাত্রী ছাউনি ও দোকানপাট নির্মাণ করে জনসাধারণের চলাচলের পথ সঙ্কীর্ণ করা হয়েছিল। সে জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা