উভয় শেয়ারবাজারে কমেছে মূলধন
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩১ মার্চ ২০২৪, ০০:০৫
গত সপ্তাহে (২৪-২৮ মার্চ চার কার্যদিবসে) দেশের শেয়ারবাজারে উত্থান পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক খোয়া গেছে ১৬৩.৩৪ পয়েন্ট। ফলে সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন উধাও হয়ে গেছে আরো ১৩ হাজার ৩১১ কোটি টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৩১১ কোটি টাকা বা ১.৯২ শতাংশ। সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ২২৯ কোটি টাকায়। যা আগের সপ্তাহের শেষ কর্মদিবস শেষে ছিল ছয় লাখ ৯২ হাজার ৫৪০ কোটি টাকা।
আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে কমেছে ডিএসইর সব ক’টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৬৩.৩৪ পয়েন্ট বা ২.৭৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ২৬.৩৮ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ। এ দিকে ডিএসইএস সূচক কমেছে ৩৮.৪৯ পয়েন্ট বা ২.৯৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৬.৭৭ পয়েন্ট বা ০.৫২ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৪৬.৬৩ পয়েন্ট বা ২.২৭ শতাংশ। তবে আগের সপ্তাহে এটি বেড়েছিল ৬.১৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ। সূচকের এই নিম্নমুখী প্রবণতার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ টাকা। লেনদেন কমেছে ৯ কোটি ৩৯ লাখ টাকা। এ দিকে প্রতি কর্মদিবসে গড় লেনদেন কমেছে ০.৪৭ শতাংশ বা দুই কোটি ৩৫ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের প্রতি কর্মদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৯৬ কোটি ২৮ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই ২.২৬ শতাংশ ও সিএসসিএক্স ২.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৫৫৩.৪৪ পয়েন্ট ও ৯ হাজার ৯৫১.৪৩ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইর মূল্যবৃদ্ধির তালিকায় ছিল যথাক্রমে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, খুলনা প্রিন্ট, শাইনপুকুর সিরামিকস, আইসিবিএএমসিএল অগ্রণী, পূবালী ব্যাংক বন্ড, রূপালী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিডি মনোপুল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।
অন্য দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই দৃশ্য দেখা গেছে। সিএসআই সূচক ১.৮৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ০.৫২ শতাংশ ও সিএসই-৫০ সূচক ১.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭৪.৫৮ পয়েন্টে, ১২ হাজার ৭০১.৮২ পয়েন্টে ও ১ হাজার ১৮২.২৬ পয়েন্টে। তবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩১ কোটি ১৬ লাখ টাকার। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৯৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহে হয়েছিল ৬৬ কোটি এক লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে মোট ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির।
গত সপ্তাহে সিএসইতে মূল্যবৃদ্ধিতে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ছিল পর্যায়ক্রমে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, আইডিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস, প্রিমিয়ার সিমেন্ট, শাইনপুকুর সিরামিকস, খুলনা প্রিন্ট, বিডি মনোপুল, রূপালী ব্যাংক, অলটেক্স এবং ব্যাংক এশিয়া।
৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হয় : বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) তালিকাভুক্ত পাঁচ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, রেকিট বেনকিজার, সিটি ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও আইসিবি ইসলামিক ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিসি ফাইন্যান্স : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আইপিডিসি ফাইন্যান্স ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার-প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল দুই টাকা ৪৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার-প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সায়। আগামী ১৬ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল।
রেকিট বেনকিজার : ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৯৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার-প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৬৯ পয়সায়।
সিটি ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য সিটি ব্যাংক ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ১ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স : ২০২৩ সালে সমাপ্ত অর্থবছরের জন্য সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার-প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল দুই টাকা ০৩ পয়সা।
আগামী ১২ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।
আইসিবি ইসলামিক ব্যাংক : চলতি অর্থবছরের জন্য আইসিবি ইসলামিক ব্যাংক ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার-প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার-প্রতি ৩৮ পয়সা লোকসান হয়েছিল।
রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি: রেকর্ড ডেটের আগে আজ স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি।
সেগুলো হলো- ইস্টার্ন ব্যাংক পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন আগামী সোমবার (১ এপ্রিল) শেষ হবে। প্রতিষ্ঠানগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার (২ এপ্রিল)।
এ দিকে পুঁজিবাজারে তারল্য বাড়াতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: খুরশীদ আলম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা