বড়উঠানে ৮ম-তম কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ৩১ মার্চ ২০২৪, ০০:০৫
গোল্ডেন ইস্পাতের সৌজন্যে কর্ণফুলী উপজেলা, বড়উঠান মৌলভীবাড়িতে ‘সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের’ ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে গত শুক্রবার কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার ও ইফতার বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ড. মোহাম্মদ খলিলুর রহমান, বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো : মেজবাহ উদ্দিন খান উপস্থিত ছিলেন। মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন- ফাউন্ডেনের সচিব মো : রেজাউল হক খান, ইউনিয়ন পরিষদ মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, মো: মিজানুল হক খান, রকিউল হাসান খান সামি, লিয়াকত হোসেন খান খোকন, ব্যাংকার এহতেশামুল হক খান, কলিমুল্লা খান, বদরুদ্দিন খান, মো: জহির উদ্দিন টিপু, মো: সোহেল, জিহান, রাকিব, অসিউর রহমান, করিম ও শাব্বির।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভীবাড়ি ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলকাদেরি ছাহেব, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ মোরশেদ ও হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব।
এবার মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কুরআন তেলাওয়াতে-৩৫ জন, হামদ-নাতে-৩২ জন, আজানে ৩১ জনসহ মোট ৯৮ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে সব মানব জাতির মঙ্গল এবং কল্যাণের জন্য মুনাজাতের মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা