চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে মাইজভাণ্ডারী ট্রাস্টের আয়োজনে ইফতার ও সাহরি
- ২৯ মার্চ ২০২৪, ০০:০৫
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৫ থেকে শেষ রমজান পর্যন্ত রোজাদারদের জন্য ইফতার ও সাহরির আয়োজন করছে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্ট। এ কর্মসূচি আয়োজনের প্রথম দিনে ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন- ট্রাস্টের বিভিন্ন মানবিক কার্যক্রমের আওতায় ১৫ রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন ৬০০ জন রোজাদারের ইফতার এবং ২০ রমজান থেকে প্রায় ১৬০ জনের রাতের খাবার ও সাহরির ব্যবস্থা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, পিপলস্ ইন্স্যুরেন্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলহাজ সিরাজুল মোস্তফা, আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদের সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।