১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল মানি উইক সমাপ্ত

-

স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় মানসিকতা তৈরিতে ‘গ্লোবাল মানি উইক-২০২৪’ শেষ হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) যৌথভাবে সপ্তাহব্যাপী এই আয়োজন করে। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় আর্থিক প্রচার করা, সাক্ষরতা, অর্থ ব্যবস্থাপনা এবং বিভিন্ন আকর্ষক কার্যক্রমের মাধ্যমে ১৮ মার্চ থেকে ২৪ শে মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান চলে।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক ইকবাল মহসিন একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে আর্থিক স্বাক্ষরতার গুরুত্বের ওপর জোর দিয়ে মূল বক্তব্য দেন। এ ছাড়া আরো বক্তব্য দেন ব্যাংকের আইসিটি ডিভিশনের প্রধান সিনিয়র কনসালট্যান্ট সিদ্ধার্থ গোস্বামী, ইউএনডিপি বাংলাদেশের প্রাইভেট সেক্টর পার্টনারশিপ স্পেশালিস্ট দেবাশীষ রায়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান এবং গ্লোবাল মানি উইক-২০২৪ এর কান্ট্রি ডিরেক্টর ও ফোকাল পয়েন্ট কে এম হাসান রিপন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement