তরুণ ৬ অ্যাপ ডেভেলপারকে পুরস্কৃত করল বিডিঅ্যাপস
- ০১ আগস্ট ২০১৯, ০০:০০
ছয় তরুণ অ্যাপ ডেভেলপারকে পুরস্কৃত করল দেশের অন্যতম অ্যাপ-ভিত্তিক প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত সোমবার প্রথমবারের মতো অনুষ্ঠিত বিডিঅ্যাপস ডেভেলপার সামিট ২০১৯-এ এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলেনÑ গেম চেঞ্জার বিভাগে আবু বকর সিদ্দিক, সেরা মহিলা অ্যাপস ডেভেলপার বিভাগে রাফিয়া তুন নাহার ওরিন, তরুণ অ্যাপস ডেভেলপার বিভাগে অভিন মাহমুদ, সেরা পেশাদার ডেভেলপার বিভাগে কাওসার আলী, সেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিভাগে হাসিব আহমেদ নেসার এবং পিপলস চয়েস বিভাগে আলমগীর অপু। বিডিঅ্যাপসের মাধ্যমে নিজেদের তৈরি অ্যাপস দিয়ে গ্রাহকদের নানারকম ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছেন এমন ৫০০ জন অ্যাপস ডেভেলপার এই সামিটে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির এবং আইসিটি বিভাগের আওতায় স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা টিনা এফ জাবিন। এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার (সিডিএসও) শিহাব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিডিঅ্যাপস দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা