যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন ও চেয়ারম্যান, জেওসিএল বোর্ড এম এ আকমল হোসেন আজাদ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক সর্বজনাব কওছার জহুরা, মো: সামসুল আলম ভূঁইয়া, ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কবীর মাহমুদ, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, সালেহ আহমেদ খসরু, মুস্তফা কুদরুত-ই-ইলাহী ব্যবস্থাপনা পরিচালক, জেওসিএল ও পরিচালক-জেওসিএল বোর্ড ও কোম্পানি সচিব মো: মাসুদুল ইসলাম। সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য আলোচ্য সূচি (এজন্ডো) অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।