সোশ্যাল ইসলামী ব্যাংকের কেশরহাট শাখার উদ্বোধন
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজশাহীতে ২৪ ফেব্রুয়ারি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ১৮১তম শাখা ‘কেশরহাট শাখার’ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মিসেস মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর সম্মানিত নির্বাহী পরিচালক মিসেস হুসনেআরা শিখা। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুস সায়াদাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ বলেন, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও গ্রাহকের আস্থায় সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে। সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। শরিয়াহ বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ফলে জনগণ সম্পূর্ণ শরিয়াহ ব্যাংকিং সেবা পাচ্ছে। তিনি বলেন শরিয়াহভিত্তিক ব্যাংকিং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য কল্যাণময়। বিজ্ঞপ্তি।