আগামীকাল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আগামীকাল ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও-এ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তনঅনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে প্রফেসর ড. আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদ মর্যাদাসম্পন্ন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ব্রিটিশ শিক্ষাবিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফ্রান্সিসটি ডেভিস। গেস্ট অব অনারের বক্তব্য রাখবেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ড. মাহমুদুর রহমান - সম্পাদক, দৈনিক আমার দেশ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন প্রফেসর ড. আনোয়ার হোসেন - সদস্য, ইউজিসি। আরো বক্তব্য রাখবেন তুরস্কের আংকারা ইলদ্রিন বেইজিদ ইউনিভার্সিটির প্রফেসর ইয়াসিন আকটে। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক - প্রতিষ্ঠাতা, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; ড. মুহাম্মাদ জাফার সাদেক - চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ; ইমিরেটাস অধ্যাপক ড. শাহজাহান খান - উপাচার্য, এইউবি; অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম - ট্রেজারার, এইউবি। বিজ্ঞপ্তি।