শেয়ারবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৩ দশমিক ৯৯ পয়েন্ট- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
গতকাল বাজার পর্যালোচনায় দেখা যায় আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। দিনশেষে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৭ কোম্পানির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির। গতকাল ডিএসইতে মোট ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৩ পয়েন্টে, শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৪ পয়েন্ট কমে ৯৪১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৮ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল সিএসইতে মোট ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ২৩টির। দিন শেষে সিএসইতে ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
বিএসসির ৬ কনটেইনার জাহাজ কেনার অনুমোদন : শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের ছয়টি কনটেইনার জাহাজ (প্রতিটি ২,৫০০-৩,০০০ টিইইউ) কেনার পরিকল্পনার প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন।
তথ্যে দেখা যায় এই জাহাজগুলো দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ৩৩ কোটি ৩ লাখ মার্কিন ডলার ব্যয়ে কেনা হবে। এই উদ্দেশে কোরিয়ার ইডিসিএফ এবং বিএসসির মধ্যে একটি ধারণাপত্র স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে ইডিসিএফ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করছে। প্রকল্পটি কোরিয়ার ইডিসিএফের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা হবে। এ ছাড়া ছয়টি কনটেইনার জাহাজের প্রতিটি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টিইইউ আরেকটি প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে।
দরপতনের শীর্ষে এটলাস বাংলাদেশ : সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে ওঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৪৮ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬৫ শতাংশ। আর ৪ দশমিক ৫৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
গতকাল ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নিউ লাইন ক্লোথিংস, খুলনা প্রিন্টিং, হামি ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, জেনারেশন নেক্সট এবং এমারেল্ড অয়েল।
দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। গতকাল ডিএসইতে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
গতকাল দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির দর ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
গতকাল দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, ফু-ওয়াং ফুড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, বিডি থাই ফুড এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি। লেনদেনের শীর্ষে গ্রামীণফোন : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। গতকাল গ্রামীণফোনের ২৩ কোটি ১৩ লাখ টাকা। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এ দিকে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ২২ কোটি ০৬ লাখ টাকার। আর ১৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
গতকাল লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিং, রবি, সানলাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, বিডি থাই অ্যালুমিনিয়াম, মিডল্যান্ড ব্যাংক এবং সিটি ব্যাংক পিএলসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা