সেভেন রিংস্ সিমেন্টের ঢাকা প্ল্যান্টের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
‘দুর্বার যাত্রার সারথি’ স্লোগানকে প্রতিপাদ্য করে সম্প্রতি কক্সবাজারের একটি পঁাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো সেভেন রিংস্ সিমেন্টের ডিলার কনফারেন্স-২০২৫। তিন দিনব্যাপী বর্ণিল এই আয়োজনে অংশ নেয় ঢাকা প্ল্যান্টের ১৮০ জন পরিবেশক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের এমডি তাহমিনা আহমেদ; ভাইস চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ; ডিরেক্টর সাইফ রহমান, চিফ মার্কেটিং অফিসার মো: হারুন-উর-রশিদ, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে, এডভাইজার মো: আবুল কালাম আজাদ, সিনিয়র জেনারেল ম্যানেজার (এইচ আর) মো: আব্দুল্লাহ আল মাহমুদ; সিনিয়র জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) মো: মাঈন উদ্দিন ঠাকুর; সিনিয়র জেনারেল ম্যানেজার (এসএসসিআইএল) এবিএম ইফতেখার আলম সিদ্দিকী; চিফ ইঞ্জিনিয়ার মো: গিয়াস উদ্দিন আহমেদ; জেনারেল ম্যানেজার (ডিডিএস-ঢাকা) সৈয়দ মনিরুল ইসলাম; জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস্) মো: আব্দুর রাজ্জাক; জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড এন্ড মার্কেটিং কমিউনিকেশনস্) আতিক আকবর; জেনারেল ম্যানেজার (ডিস্ট্রিবিউশন) মো: আব্দুস সালাম; জেনারেল ম্যানেজার (ডিজিটালাইজেশন) মো: মাসুদুর রহমান; জেনারেল ম্যানেজার (ডিডিএস-খুলনা) মো: জিয়াউল হক; জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি এডমিন) মো: দেলোয়ার হোসেন; জেনারেল ম্যানেজার (লজিস্টিক্স) মো: আবুল কালাম; জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) মো: শাহজাদুল করিম রিপনসহ সেভেন রিংস্ সিমেন্টের অন্যান্য কর্মকর্তা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা