২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ওয়ালটনের ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স বাজারে এলো

-

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার বাজারে নিয়ে এলো অত্যাধুনিক ট্যাবলেট পিসি ‘ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স। স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের অনন্য সংমিশ্রণে তৈরি ওয়ালটনের নতুন এই ট্যাব গেমিং, মাল্টিটাস্কিং, বিনোদন, অফিসের কাজ কিংবা অনলাইন ক্লাস সব ধরনের ব্যবহারের জন্য একদম পারফেক্ট। ডার্ক গ্রে এবং হোয়াইট সিলভার রঙের এই ট্যাবটির মূল্য ২৪ হাজার ৫৫০ টাকা। ট্যাবের সাথে গ্রাহকরা পাচ্ছেন কীবোর্ড এবং ফ্লিপ কভার একদম ফ্রি।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ন্যানো ম্যাটারিয়ালে তৈরি মেটালিক বডির মাত্র ৭.৮ মিলিমিটারের সুপার-স্লিম ট্যাবটিতে হেয়ারলাইন ফিনিশিং থাকায় ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। নতুন এই ট্যাবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং মালি-জি৫৭ এমসি২ জিপিইউযা গেমিং কিংবা মাল্টিমিডিয়া ব্যবহারে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে। এর ১০.৩৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে এবং ফুলএইচডি (২০০০ বাই ১২০০) রেজুলেশনের কারণে ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরো প্রাণবন্ত। এই ডিভাইসটিতে ক্যাপাসিটিভ ১০ পয়েন্ট টাচ এবং ইন-সেল ফুল ল্যামিনেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
‘ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স’ এখন ওয়ালটন প্লাজা থেকে ক্রয়ের পাশাপাশি গ্রাহকরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/tablet/android-tab/ walpad-10h-pro-max) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement