ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভোক্তা অধিকার আইনবিষয়ক সেমিনার
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক একটি সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলিম আখতার খান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবদুল জলিল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।
এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন অধিদফতরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
স্বাগত বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান সেমিনারে উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, অধিকার আদায়ের জন্য যৌক্তিকভাবে ভয়েস রেইজ করতে হবে। তিনি উপস্থাপনাসহ সেমিনারের আলোচনা মনোযোগ সহকারে শুনতে শিক্ষার্থীদের অনুরোধ জানান। পরিশেষে তিনি সেমিনারর সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনটি ভোক্তা-অধিকার সংরক্ষণে যেভাবে ভূমিকা পালন করছে সে বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান। অতঃপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা