সিভাসুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯
যথাযোগ্য মর্যাদায় শুক্রবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সকাল ৭টা ১৫ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এর পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মহান শহীদ দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- মুখ গহ্বর ও দন্ত পরীক্ষা, শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দফতরের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা