২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন চবকের

-

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের প্রধান দফতর/ভবন, ওয়ার্কশপ, আবাসিক ভবন, বিদ্যালেয় ও বন্দরে অবস্থানরত সব জাহাজ ও জলযানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৮টায় চবক উচ্চবিদ্যালয় ও বন্দর কলেজ মাঠসংলগ্ন শহীদ মিনারে চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া বাদ জুমা চবকের আওতাধীন সব মসজিদে মহান ভাষা আন্দোলনের শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেই সাথে সব ধর্মীয় প্রতিষ্ঠান, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাবার পরিবেশ করা হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement