২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`
জয়ে আশাবাদী সব প্যানেলই

হাব নির্বাচনে ত্রিমুখী লড়াই আজ

-

বেসরকারি হজ ও ওমরাহ এজেন্সি মালিকদের সংগঠন হাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) আজ। কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠেয় এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সাবেক মহাসচিব ফারুক আহমেদ সরদারের নেতৃত্বাধীন হাব ঐক্য ফোরাম, প্রতিষ্ঠাতা সহসভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের নেতৃত্বাধীন হাব ঐক্য কল্যাণ পরিষদ এবং সাবেক মহাসচিব লায়ন এম এ রশিদ শাহ সম্রাটের নেতৃত্বাধীন হাব বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোট পৃথক তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭০০ ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট দিতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচনী বোর্ড নির্বাচন পরিচালনা করবে। বোর্ডের অন্য দুই সদস্য হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শাম্মী ইসলাম ও সিনিয়র সহকারী সচিব মেহেদী হাসান।
নির্বাচনে হাব ঐক্য ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকার ব্যালট নম্বর ১ থেকে ২১, চট্টগ্রাম ১-৩ এবং আঞ্চলিক ঢাকা-১-১৩, চট্টগ্রাম ১-৭।
হাব ঐক্য কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকার ব্যালট নম্বর ২২ থেকে ৪২, চট্টগ্রাম ৪-৬ এবং আঞ্চলিক ঢাকা-১৪-২৬, চট্টগ্রাম জোনাল ৮-১৪।
হাব বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকার ব্যালট নম্বর ৪৩ থেকে ৬৩, চট্টগ্রাম ৭-৯ এবং আঞ্চলিক ঢাকা-২৭-৩৯, চট্টগ্রাম জোনাল স্বতন্ত্র প্রার্থী ১ থেকে ১২ যেকোনো সাতজন। নির্বাচনে সিলেটের কেন্দ্রীয় ও জোনাল নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে জয়ের ব্যাপারে তিনটি প্যানেলই আশাবাদী। হাব ঐক্য ফোরামের প্রার্থী ও সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান নয়া দিগন্তকে বলেন, আমাদের সব প্রার্থী ক্লিন ইমেজের। আমাদের প্রার্থীদের বিরুদ্ধে কোনো বদনাম নেই। সবাই দীর্ঘদিন ধরে সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ জন্য আমরা বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী।
হাব ঐক্য কল্যাণ পরিষদের প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরওয়ার বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই হাবের সাথে আছি। এজেন্সি মালিক ও হজযাত্রীদের সেবায় কাজ করে যাচ্ছি। এবার নবীণ-প্রবীণদের নিয়ে প্যানেল গঠন করেছি। আমাদের প্রার্থীদের প্রায় সবাই বিগত সময়ে কমিটিতে ছিলেন। তারা সদস্যদের সেবা করেছেন। সবাই পরীক্ষিত। আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হবো। বিজয়ী হলে হাবকে একটি দুর্নীতিমুক্ত ও সদস্যবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব।
হাব বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোটের প্রার্থী ও সাবেক ইসি সদস্য নাজিম উদ্দিন তাদের প্যানেলের অবস্থান ভালো জানিয়ে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


আরো সংবাদ



premium cement
জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়তে বাকৃবির নতুন গবেষণা ২ ইসরাইলির বিনিময়ে মুক্তি পেল ৬০২ ফিলিস্তিনি আগামী সপ্তাহে ৫৪০০ প্রবেশনারি কর্মীকে ছাঁটাই শুরু করবে পেন্টাগন সৈয়দপুরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় শাড়ি পেচিয়ে নারীর মৃত্যু জুনের মধ্যে সব হিসাবরক্ষণ অফিসে চালু হবে এভিএস সিস্টেম গলাচিপায় পাটখড়ি গুদামে আগুন ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করাই বিএনপি লক্ষ্য : তারেক রহমান আওয়ামী দুঃশাসনের অবসানের পর দেশের মানুষ এখন মুক্ত ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে পদক্ষেপ নিয়েছে ইতালি দূতাবাস পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি শিশু নিহত বিইউপিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সকল