মাতৃভাষা দিবসে পোর্ট সিটি ভার্সিটির শ্রদ্ধাঞ্জলি
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভিসি অধ্যাপক ড. মো: নূরল আনোয়ার এর নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার কথা বলেন। এ ছাড়া তিনি মহান ভাষাশহীদদের আদর্শ ধারণ করার জন্য তরুণদের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা