২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

উত্থানের আভাস দিয়ে সপ্তাহ শেষ

ডিএসইতে ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন
-

দেশের শেয়ারবাজারে দু’দিন অব্যাহত পতন প্রবণতায় থাকলেও শেষ কর্মদিবসে উত্থানের আভাস দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এ দিকে শেয়ারবাজারে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার চেয়ে বেশি পরিমাণে প্রতিষ্ঠানের দাম বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। পাশাপাশি সিএসইতে গতকাল যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার চেয়ে বেশি পরিমাণে প্রতিষ্ঠানের দাম বেড়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০০ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ১০ দশমিক ৭৫ পয়েন্ট।
গতকাল ডিএসইতে ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ১৩ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ২৯ কোটি ৫৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৬০টির এবং দর পরিবর্তন হয়নি ৭৪টির।
চট্টগ্রাম স্টক্স এক্সচেঞ্জে হঠাৎ বড় লেনদেন : সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হঠাৎ লেনদেন বেড়েছে। এ দিন সিএসইতে আগের দিনের তুলনায় দ্বিগুণের বেশি লেনদেন হয়েছে। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৮ টাকা। এর আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকার, যা দ্বিগুণেরও বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, সিএসইতে লেনদেন বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে গতকাল সিএসইতে চার কোম্পানির লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা ও লাভেলো আইসক্রিম। গতকাল মেঘনা পেট্রোলিয়ামের লেনদেন হয়েছে ৬ কোটি ২২ লাখ টাকার, খান ব্রাদার্সের ২ কোটি ৫ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৬৭ লাখ ৬৭ হাজার টাকার এবং লাভেলো আইসক্রিমের ৫০ লাখ ২১ হাজার টাকার। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি টাকার নিচে। আগের দিন বুধবার লেনদেন ৬ কোটি ছাড়িয়েছিল। আর গতকাল লেনদেন প্রায় ১৪ কোটি টাকায় পৌঁছেছে।
বোনকে শেয়ার উপহার দেবেন আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক : শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক তার বোনকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির পরিচালক মো: আজিমুল ইসলাম তার বোন লুবনা ইসলামকে ৫ লাখ শেয়ার উপহার হিসেবে দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।
কারণ ছাড়াই বাড়ছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর : কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ ফেব্রুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।
তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ দশমিক ৮০ টাকা। আর গত বুধবার বাজার শেষে কোম্পানির শেয়ারটির দর বেড়ে ২৫ দশমিক ৮০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা।
দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। গতকাল মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এ দিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান। প্রতিষ্ঠানটির দর আগের দিনের তুলনায় ৬ শতাংশ কমেছে। আর শেয়ার দর ৫ দশমিক ৫৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট ফাইন্যান্স। গতকাল ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং, আনলিমা ইয়ার্ন, এস্কয়ার নিট এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি : গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি- ফু-ওয়াং ফুড এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানি দুটিরই ১ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ হারে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি দুটি। গতকাল ৯ দশমিক ৮৩ শতাংশ দর বৃদ্ধি পেয়ে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিডি থাই ফুডের শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক, জাহিন স্পিনিং, ফু-ওয়াং সিরামিক, দেশবন্ধু পলিমার, সিলকো ফার্মা এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।


আরো সংবাদ



premium cement