২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মধ্যে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

-

উদ্ভাবনকে এগিয়ে নিতে, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য সেরা সেবা নিশ্চিত করতে দেশের ওষুধ শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সাথে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে দেশের গ্রামীণফোন।
রাজধানীর একটি হোটেলে সম্প্রতি গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল (অব:) সিনা ইবনে জামালি চুক্তিটি সই করেন। এ সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো: নাসের শাহরিয়ার জাহেদীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত সহযোগিতার আওতায় অত্যাধুনিক ডিজিটাল সল্যুশনের সমন্বয় করবে গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস; যা ব্যবসায়িক কার্যক্রমকে আরো কার্যকর করে তোলা ও সংযোগের মানোন্নয়নের পাশাপাশি গ্রাহক অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। এ ছাড়া এই পার্টনারশিপের আওতায় অত্যাধুনিক আইসিটি, গ্রামীণফোনের ‘আলো’ আইওটি প্রোডাক্টস ও মোবিলিটি সল্যুশনকে কাজে লাগানো হবে। ফলে শিল্প খাতের চাহিদা পূরণে এবং সার্বিকভাবে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রয়োজনীয় প্রক্রিয়া হবে সহজ, বাড়বে কার্যকারিতা এবং চালু হবে নতুন নতুন ডিজিটাল সেবা।
উভয় কোম্পানিরই লক্ষ্য হচ্ছে ডিজিটাল রূপান্তর এবং পরিচালনগত দক্ষতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির দিকে নজর দেয়া। সেই হিসেবে দেশের দুই শিল্প খাতের অন্যতম শীর্ষ কোম্পানি দুটির পারদর্শিতা ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয় একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। এই পার্টনারশিপের লক্ষ্য হচ্ছে শিল্প খাতে উদ্ভাবনের ধারায় নতুন মাত্রা যোগ করা, পাশাপাশি কৌশলগত পদক্ষেপ বৃদ্ধি করতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেয়া।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো: নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘ওষুধ শিল্পে ডিজিটাল সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় আমরা পরিচালনগত প্রক্রিয়াকে আরো কার্যকর, সংযোগকে আরো উন্নত এবং বাড়তি অনেক সুবিধা নিশ্চিত করতে পারবো।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘এই অংশীদারিত্ব কেবল একটি ব্যবসায়িক চুক্তি নয় বরং ভবিষ্যতের দিকে এক সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিফলন, যেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিল্প খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো আমরা। এক সাথে আমরা উদ্ভাবনের এক নতুন ধারা শুরু করতে চাই, যা টেলিযোগাযোগ ও ওষুধ উভয় খাতে এক স্থায়ী অগ্রগতি নিশ্চিত, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব:) মোহাম্মদ ইশতিয়াক, জেনফার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব:) মোহাম্মদ মতিউর রহমান, রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু শাহরিয়ার জাহেদী, ফার্মাসিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুসাওয়াত শামস জাহেদী, অ্যাসোসিয়েট ডিরেক্টর শাফকাত হাসান জাহেদী, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর এম এ লতিফ শাহরিয়ার জাহেদী এবং গ্রামীণফোনের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার রওশন জাহান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement