২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেয়া হলো শেখ হাসিনার নাম

-

আরো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেয়া হলো শেখ হাসিনার নাম। উল্লেখ্য, এর আগে শেখ পরিবারের নামে থাকা ১৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এবার শেখ হাসিনার নামে থাকা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত স্মারকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কিশোরগঞ্জের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নাম পরিবর্তন করে ডা: মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামকরণের অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে ১০৮ তম হিসেবে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমোদন দেয় সরকার। তখন বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন পায়। এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এইচ বি এম ইকবাল। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।


আরো সংবাদ



premium cement