২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

হাবিপ্রবিতে জুলাই বিপ্লবের চেতনা শীর্ষক আলোচনা সভা

-

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ‘অমর একুশের ধারাবাহিকতায় জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানের সভাপতিত্বে ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালামের সঞ্চালয় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: এনামউল্যা, প্রধান আলোচক ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহা: হাছানাত আলী।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল সুপার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান আলোচক অধ্যাপক ড. মোহা: হাছানাত আলী তার বক্তব্যে বলেন, আজকে আমরা যে মায়ের ভাষায় কথা বলতেছি পাকিস্তানের শোষকরা এ কথা বলতে দিতে চায়নি, আমাদের কণ্ঠ রোধ করা হয়েছিল। সেই সময় ছাত্ররা বুক পেতে দিয়েছিল, রক্তে রাজপথ লাল হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় যদি চব্বিশ-এর কথা বলি, মনে আছে আপনাদের? একজন ছাত্রের টুঁটি চেপে ধরে এক পুলিশ অফিসার বলেছিল, কথা বলবি না। বায়ান্ন তে বলেছিল উর্দুতে কথা বলতে হবে, বাংলায় না। এইখানেই স্বৈরশাসক তথা ফ্যাসিস্টদের মিল। তারা কথা বলতে দিতে চায় না।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: এনামউল্যা বলেন, আজকের আলোচনা সভার টাইটেলের মধ্যেই আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের করণীয় কি সব কিছুই আছে। তিনি বলেন, একুশের ধারাবাহিকতায় ১৯৭১ এ আমরা স্বাধীনতা অর্জন করি। সেই সময়ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের তরুণ সমাজ চব্বিশ সালে এসেও আমাদের তরুণ সমাজকে আবার রাজপথে রক্ত দিতে হয়েছে। তিনি আরো বলেন, চব্বিশের চেতনা নস্যাতের ষড়যন্ত্র রুখতে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আরো সংবাদ



premium cement