২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

উভয় বাজারে কমেছে সূচক
-

চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে গত রোববার সূচকের কিছুটা নেতিবাচক প্রবণতা থাকলেও একদিন পর সোমবার উত্থানে ফিরে উভয় শেয়ারবাজার। তবে এক দিনের ব্যবধানে উভয় বাজারে ফের পতন প্রবণতায় লেনদেন শেষ হলেও গতকাল ফের উভয় বাজারে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। এ দিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায় ১১ ফেব্রুয়ারি ডিএসইতে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছিল। লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৫৫ লাখ টাকা। এ দিকে গতকাল সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ডিএসইর লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। ডিএসইতে ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪৪৩ কোটি ৫৭ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৮০ লাখ টাকার বা ৩৫ শতাংশ। ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২০৩টির এবং দর পরিবর্তন হয়নি ৫৯টির।
এ দিকে অপর শেয়ারবাজার সিএসইতে গতকাল ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২ কোটি ৯২ লাখ টাকার। গতকাল সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ৪০টির। গতকাল সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৪ পয়েন্টে। আগের দিন সূচক বেড়েছিল ৮৫ পয়েন্ট।
স্কয়ার ফার্মার শেয়ার কিনবেন অঞ্জন চৌধুরী: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৫ লাখ শেয়ার কিনবেন প্রতিষ্ঠানটির পরিচালক অঞ্জন চৌধুরী। গতকাল স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৫ টাকা। সে হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে এই দামও কমবে বা বাড়বে।
কোম্পানিটির ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কেনা সম্পন্ন করবেন অঞ্জন চৌধুরী। তথ্যে দেখা যায় সর্বশেষে গত অক্টোবর-ডিসেম্বর তিন মাসে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৬৬০ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩৫ কোটি টাকা বা ২৬ শতাংশ। গত অক্টোবর-ডিসেম্বরে কোম্পানিটির আয় বা ব্যবসায় প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় কোম্পানিটি ১ হাজার ৯৯৭ কোটি টাকার ব্যবসা করেছে। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৭৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ২২৩ কোটি টাকার।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আয় বৃদ্ধির ফলে কোম্পানিটির মুনাফায়ও উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে বিভিন্ন খাতে বিনিয়োগের বিপরীতে প্রাপ্ত সুদ বা মুনাফা। গত বছরের শেষ তিন মাসে এ খাত থেকে কোম্পানিটির আয় হয়েছে ১৫৯ কোটি টাকা। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১০৫ কোটি টাকা।
ভালো মুনাফা করলেও সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দামে তার বড় ধরনের কোনো প্রভাব দেখা যায়নি। বরং এটির শেয়ারের দাম কয়েক মাস ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ২২১ টাকা। গতকাল লেনদেন শেষে এই দাম ছিল ২১৫ টাকায়। এ অবস্থায় কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পরিচালক অঞ্জন চৌধুরী। অতীতেও দেখা গেছে, যখনই বাজারে কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় তখনই বাজার থেকে কোম্পানিটির শেয়ার কেনার উদ্যোগ নেন পরিচালকরা। এবারো একই উদ্দেশ্যে এক পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন বলে কোম্পানি সূত্রে জানা যায়। এ দিকে অঞ্জন চৌধুরীর শেয়ার কেনার ঘোষণার পরও গতকাল বাজারে কোম্পানিটির শেয়ারের দামে ইতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি। বরং এদিন কোম্পানিটির শেয়ারের দাম ৫০ পয়সা কমেছে।
রবি আজিয়াটার ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা: শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ দশমিক ৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর (জানুয়ারি-ডিসেম্বর) পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দিয়েছে। তথ্যে দেখা যায় ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য রবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ এপ্রিল। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ। সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৩৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ৬১ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১১৯ শতাংশ। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৯ টাকা।
দর পতনের শীর্ষে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
গতকাল দিন শেষে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ১০ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। এ দিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৪৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।
গতকাল দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিপুলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।


আরো সংবাদ



premium cement