ফিশারিজ এন্টারপ্রেনার সামিট ২২ ফেব্রুয়ারি
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়ন এবং উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মৎস্য অধিদফতরের সার্বিক সহায়তায় ও বিজম্যান মিডিয়া লিমিটেডের আয়োজনে আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র, দিনব্যাপী (সকাল-৮.৩০-সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত) বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিশারিজ এন্টারপ্রেনার সামিট ২০২৫। এ উপলক্ষে গতকাল মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো: আব্দুর রউফ বলেন, মৎস্য খাত বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত, খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে, দেশের মৎস্য খাতকে আরো আধুনিক, টেকসই ও লাভজনক করার লক্ষ্যে সরকারি-বেসরকারি মৎস্য খাত, নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির উপায়, ব্যবসায়িক সম্পর্ক স্থাপন, গবেষক, বিনিয়োগকারী, ব্যবসায়ী, পরামর্শদাতা, উদ্যোক্তাসহ মৎস্য খাতের বিভিন্ন পেশাজীবীর মানুষের পদচারণায় মুখর থাকবে এই সামিট।
তিনি আরো বলেন, এ ছাড়াও সামিটে থাকছে- বিশেষজ্ঞদের আলোচনায় মৎস্য শিল্পের ভবিষ্যৎ, প্যানেল আলোচনা, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও বিনিয়োগকারীদের অভিজ্ঞতা বিনিময়, বিজনেস নেটওয়ার্কিং সেশন, নতুন উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও পার্টনারশিপের সুযোগ, প্রদর্শনী স্টল, নতুন প্রযুক্তি এবং ফিশ প্রসেসিং সম্পর্কে ধারণা প্রদান।
ফিশারিজ এন্টারপ্রেনার সামিট উদ্বোধনী সেশনে প্রধান অতিথি উপদেষ্টা ফরিদা আখতার এবং কিনোট আলোচক হিসেবে ড. এ কে এম নওশাদ আলম, প্রাক্তন ডিন, মৎস্য অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদফতর, ড. এ কে এম নওশাদ আলম, প্রাক্তন ডিন, মৎস্য অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ড. কাজী আহসান হাবিব, ডিন, ফিশারিজ অ্যান্ড মেরিন সাইন্স বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, মোহাম্মদ মাহমুদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, বিজম্যান মিডিয়া লিমিটেড এবং অন্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা