০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং-সিজন ২’ তে অংশ নিয়ে জিততে পারেন ২০ লাখ টাকা পুরস্কার

-

শুরু হয়েছে ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং’- এর দ্বিতীয় সিজন। এতে অংশ নিয়ে যিনি প্লেটিং মায়েস্ট্রো হবেন, তিনি পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। এ ছাড়াও প্রথম রানার-আপ জিতবেন পাঁচ লাখ টাকা, দ্বিতীয় রানার-আপ তিন লাখ টাকা এবং শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ সর্বমোট ২০ লাখ টাকার পুরস্কার।
প্রথম সিজনে প্রচুর দর্শক জনপ্রিয়তা পাওয়ার পর ভিন্নধর্মী এই রিয়েলিটি শো-এর দ্বিতীয় সিজনটি এবার এনটিভি, চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে দেখা যাবে।
গত ৪ ফেব্রুয়ারি দেশের এক অভিজাত হোটেলে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো: শাহরিয়ার জামান এবং চিফ অপারেটিং অফিসার মো: খোরশেদ আলম ও আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা।
দেশ ও দেশের বাইরে নিজেকে চেনাবার এই সুযোগ পেতে অংশগ্রহণকারীরা https://www.aop.com.bd এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement