০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

আন্দোলনের মুখে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

বেড়েছে লেনদেন
-

দেশের শেয়ারবাজার রক্ষার দাবিতে বিনিয়োগকারীরা আন্দোলনে নামার পর উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। শেয়ারবাজারে টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেখা গেছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেন। তবে দাম কমার তালিকায় নাম লিখেয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
গতকালের বাজার পর্যালোচনায় দেখা যায় ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। গতকাল দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত আছে ৭৪টির। গতকাল ডিএসইতে মোট ৪৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৫১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪০৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৯৩০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল সিএসইতে মোট ১৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮০টি কোম্পানির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। দিনশেষে সিএসইতে ৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
গ্রামীণফোনের ১৭০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা : শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানি ১৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সে হিসাবে কোম্পানি সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেয়া হয়েছে। ফলে সর্বশেষ ঘোষিত লভ্যাংশের প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩৩ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। প্রতিষ্ঠানটির তথ্যে দেখা যায় ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি।
এ দিকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৬.৮৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৪ দশমিক ৪৯ টাকা। উল্লেখিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৫ দশমিক ৯১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএ ছিল ৪৪ দশমিক ৮৮ টাকা। উল্লেখিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৯৫ টাকা।
দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন ডাইং: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। গতকাল আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৮৬ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। এ দিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ০৪ শতাংশ কমেছে। এবং শেয়ারদর ৫ দশমিক ১৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জাহিন স্পিনিং পিএলসি।
গতকাল দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, সাফকো স্পিনিংস মিলস লিমিটেড, ফ্যামিলিট্যাক্স বিডি লিমিটেড ও সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


আরো সংবাদ



premium cement
রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন রাজনীতিতে ফের সক্রিয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে : রফিকুল ইসলাম খান হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে : জাবি ভিসি ছাত্র-জনতার রক্তে অর্জিত বিজয়ের ব্যত্যয় জাতির জন্য আত্মহত্যার শামিল : অ্যাডভোকেট জুবায়ের প্রতি বছর সরকারি চাকরিজীবীদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ ফেনী যুবদলের নেতৃত্বে নাসির-বরাত নীলফামারীতে অর্ধকোটি টাকার হিরোইন আটক পাটগ্রামে ৩ সন্তানের জননীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা রায়গঞ্জে আ’লীগের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে শিবিরের বিক্ষোভ

সকল