০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

সঠিক কাঠামো অনুসরণ গবেষণা পরিচালনার জন্য অত্যন্ত জরুরি : চুয়েট ভিসি

-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, গবেষণা প্রস্তাবনা যেকোনো গবেষণার জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে। গবেষণা প্রস্তাবনার ওপর ভিত্তি করেই একজন গবেষক সামগ্রিক গবেষণাকর্ম পরিচালনা করে থাকেন। সঠিক কাঠামো অনুসরণ করা গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত জরুরি। গবেষণায় প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করলে গবেষণার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা অধিক বৃদ্ধি পায়।
চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কে আয়োজিত সেমিনারের রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের পরিচালক ও চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া ও সঞ্চালনা করেন চুয়েট আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement