হোসিয়ারি অ্যাসোসিয়েশনের ১৫ বছর পর নির্বাচিত কমিটি
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৮টি পদের মধ্যে বদিউজ্জামান বদুর নেতৃত্বাধীন প্যানেল ১৫টিতে জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সাধারণ গ্রুপে একমাত্র ফতেহ মোহাম্মদ রেজা রিপন নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েট গ্রুপে স্বতন্ত্র থেকে আরো দুইজন বিজয়ী হয়েছেন। ১৫ বছর পর নির্বাচিত কমিটি পেয়েছে হোসিয়ারি শিল্পের সাথে জড়িতরা। সোমবার মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি।
নির্বাচনে সাধারণ গ্রুপের ১২টি পদে নির্বাচিতরা হলেন- বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মো: দুলাল মল্লিক, আতাউর রহমান, মো: মিজানুর রহমান, মো: মনির হোসেন, হাজী মো: শাহীন, মো: আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো: মাসুদুর রহমান, মো: পারভেজ মল্লিক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা