রাজধানীর বিএডিসি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪
প্রতি বছরের মতো এবারো রাজধানীর মিরপুরে বিএডিসি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিরপুরে বিএডিসি স্টাফ কোয়ার্টারের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব মো: রুহুল আমিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএডিসির সচিব ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. কে এম মামুন উজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বিএডিসির চেয়ারম্যান বলেন, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবেও মূল কারিগর ছিল ছাত্ররা। তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ করে বলেন, এই ইতিহাসকে তোমাদেরকে অন্তরে গেঁথে রেখে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিএডিসির চেয়ারম্যান বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এম সাইফুর রহমান জুয়েল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা ও অবিভাবকরা, ছাত্রছাত্রীসহ বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিএডিসির সচিব ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. কে এম মামুন উজ্জামান।