চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাসায় হামলা
- নিজস্ব প্রতিবেদক
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩
দাবিকৃত সম্পূর্ণ টাকা চাঁদা না দেয়ায় বাসায় হামলা চালানোর অভিযোগ করেছেন নীলক্ষেত গাউসুল আজম সুপার মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ জসিম। গতকাল শনিবার সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে জালাল বলেন, ২০০৪ সাল থেকে গাউসুল আজম সুপার মার্কেটে রিয়া ট্রেডিং করপোরেশন নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাজনৈতিকভাবে তিনি নিউমার্কেট থানা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক। গত ৭ আগস্ট কিছু বহিরাগত লোক এসে বিভিন্ন দোকানে তালা দেয়। এর কিছুদিন পর কামাল ওরফে চান্দু কামাল অনেক বহিরাগত লোক সাথে নিয়ে এসে নিজেকে সম্পাদক দাবি করে মার্কেটের ১৪টি দোকানের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনায় নিউমার্কেট থানা ও সমবায় অধিদফতরে লিখিত অভিযোগ দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে চান্দু কামালের সন্ত্রাসীরা জালালের বাসায় হামলা চালায়। তাকে না পেয়ে দরজা ভেঙে জালালের স্ত্রীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। যার মধ্যে মিথুন নামে একজন ৫ লাখ টাকা নিয়ে যায়। কিন্তু বাকি টাকা না দেয়ায় এখন নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।