বুড়িমারী স্থলবন্দরে ভারত-ভুটানের পাথর আমদানি বন্ধ
- পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩
পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ডলার মূল্য না কমানোয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশন গতকাল সকাল থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার ও ক্রাশ পাথর আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে সকাল থেকে কোনো পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ না করায় সীমান্তের ওপারে প্রায় পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। বন্দর ব্যবসায়ী-সূত্রে এ তথ্য জানা গেছে।
আমদানিকারক-সূত্র জানায় গত ২১ জানুয়ারি বুড়িমারী আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশন বুড়িমারীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি ভুটান থেকে বোল্ডার পাথর তোর্শা ১৬ ডলার থেকে ১৫ ডলার সামছি ১৪ ডলার এবং ভারত থেকে স্টোন বোল্ডার ১০ ডলারে আমদানি করার দাবি জানান। এ ব্যাপারে অ্যাসোসিয়েশন ভুটান রফতানিকারক অ্যাসোসিয়েশনকে চিঠিও দেন। সংবাদ সম্মেলনে তারা এও ঘোষণা দেন, দাবি মানা না হলে তারা ১ ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি সাময়িক বন্ধ রাখতে বাধ্য হবেন।
বুড়িমারী আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি নয়া দিগন্তকে বলেন আমরা পূর্বনিধারিত ঘোষণা অনুযায়ী ভুটান এবং ভারত অ্যাসোসিয়েশনকে পাথরের ডলার মূল্য কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত সেই চিঠির কোনো জবাব দেননি তারা। কারণ বর্তমানে যে ডলার মূল্যে তারা পাথর সরবরাহ করছে তাতে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। আজকের এ কর্মসূচির সাথে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরাও একাত্মতা প্রকাশ করেছে। বুড়িমারী কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাসউদুর রহমান নয়া দিগন্তকে বলেন কাস্টমস-সহ বন্দরের কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। ভারত এবং ভুটানের পাথর ছাড়া অন্যান্য সব পণ্যই চালু আছে।