২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু

ডিএসইএক্স সূচক কমেছে ৩৪ দশমিক ১৪ পয়েন্ট
-


দেশের শেয়ারবাজারে সূচকের পতন দিয়ে গতকাল সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরু হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সাথে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
গতকাল বাজার পর্যালোচনায় দেখা যায় দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ দশমিক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ১০ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ১৫০ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ২৮ পয়েন্ট কমে দিনশেষে ১ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

গতকাল ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত আছে ৬৭টি কোম্পানির। গতকাল ডিএসইতে মোট ৩১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ৪০ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে, শরিয়াহ সূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট কমে ৯৩৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১১ হাজার ৮০৩ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল সিএসইতে মোট ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৫টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। গতকাল দিনশেষে সিএসইতে ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল পাঁচ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

১৬ লাখ শেয়ার কিনবেন এসিআইয়ের চেয়ারম্যান : শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ারবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে ১৬ লাখ শেয়ার কিনবেন তিনি।
মে মাসে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া কসমেটিকসের কারখানা : শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন) কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তথ্য মতে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংক হিসাবের অমিল, কাঁচামালের অভাব এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা বিবেচনা করে কোম্পানি কর্তৃপক্ষ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। আগামী ১১ মে থেকে কারখানার সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে। এ ছাড়া কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগের সব কার্যক্রম আগামী ২৫ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে।
কারণ ছাড়াই বাড়ছে সেন্ট্রাল ফার্মার শেয়ারদর : কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২১ জানুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে। গত ১ জানুয়ারি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর ছিল ৮.৮০ টাকায়; যা গত ২০ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫০ টাকায়। পরে সর্বশেষ ২৩ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম কমে অবস্থান করে ১১ দশমিক ৯০ টাকায়। ফলে কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৩ দশমিক ৭০ টাকা বা ৪২ দশমিক ০৪ শতাংশ।
রেনাটার অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩৪.৬৪ শতাংশ : শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রন্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে। এর আগে শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, আলোচ্য অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৬৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭ দশমিক ৬৮ টাকা। সে হিসাবে অলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২ দশমিক ০৪ টাকা বা ২৬ দশমিক ৫৬ শতাংশ।
অন্য দিকে ছয় মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ দশমিক ৮৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৬ দশমিক ৫৭ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫ দশমিক ৭৪ টাকা বা ৩৪ দশমিক ৬৪ শতাংশ।
সিএসইর নতুন সময়সূচিতে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত : নতুন সময়সূচিতে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত করেছে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সকাল ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু করার নতুন যে সিদ্ধান্ত নিয়েছিল, তা থেকে আপাতত সরে এসেছে সিএসই। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুরোধের প্রেক্ষিতে লেনদেনের এই নতুন সূচি স্থগিত করা হয়েছে। এর আগে সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। চিঠিতে ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনেদেন পরিচালনার প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়।

 

 


আরো সংবাদ



premium cement