২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

আকিজ বেকার্সের প্রিমিয়াম চকোলেট উদ্বোধন

-

আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম চকোলেট ব্র্যান্ড হাই-৫ চকোলেট উদ্বোধন করা হয়েছে। টঙ্গিতে অবস্থিত অত্যাধুনিক ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আকিজ বেকার্সের পার্টনারস এবং টিমের সদস্যরা একত্রিত হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রামিস সেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হাই-৫ আমোরা, হাই-৫ ফন্ডালো এবং হাই-৫ চকোটয়-এর প্রদর্শনী। মিউজিক, ভিজ্যুয়ালস এবং চমকপ্রদ উপস্থাপনায় এ পণ্যগুলো যেন অতিথিদের সামনে জীবন্ত হয়ে ওঠে। উপস্থিত দর্শকরা উচ্ছ্বসিত করতালিতে এ নতুন অধ্যায়ের প্রতি তাদের উৎসাহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, শেখ জামিল উদ্দিন। তিনি বলেন, এটি শুধু আমাদের একটি নতুন ক্যাটাগরির উদ্বোধন নয়; বরং একটি সাহসী যাত্রার সূচনা, যা ইনোভেশন, কোয়ালিটি এবং এক্সিলেন্সের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আরো বলেন, আমাদের প্রালিনস এর ক্রিমিনেস, চকোলেট বারের ক্রাঞ্চি স্বাদ, খেলনা আকৃতির চকোলেটের ক্রিয়েটিভ শেইপ সবার ভেতরের ক্রিয়েটিভিটি জাগিয়ে তোলার মতো নতুন এবং রোমাঞ্চকর পণ্য, যা আমাদের দেশে আগে কখনো দেখা যায়নি। আমাদের পণ্য এতটাই যত্ন এবং গুণমানের সঙ্গে তৈরি করা হয় যে আমি সেগুলো নিজেই আমার সন্তানদের খেতে দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এ নির্ভরযোগ্যতার কারণেই আমি বিশ্বাস করি, এগুলো আমাদের সম্মানিত ভোক্তাদের জন্য সর্বোত্তম পছন্দ।
আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার হাই-৫ চকলেটের সৃজনশীল দূরদর্শিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; বরং ভালোবাসার ফসল এবং আমাদের ভোক্তাদের কাছে সেরা কিছু উপহার দেয়ার প্রতিশ্রুতি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement