২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

-

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৫ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে শনিবার সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় পর্ষদের পরিচালক মো: আব্দুল ওয়াদুদ, মো: শাহীন উল ইসলাম, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মো: আবদুল্লাহ আল মামুন, মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আসাদুজ্জামান ভূঁঞা, মো: আমিনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ হোসেন, কাজী মাহমুদ করিম, এস এম আবু জাফর, ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, জোনাল হেডগণ এবং ২২৬টি শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০২৪ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭৩৫ কোটি টাকা। এ সময় আমদানি ও রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ৩৪ হাজার ৩৮২ কোটি এবং ২৫ হাজার ৫৮০ কোটি টাকা। এ সময়ে রেমিট্যান্স এসেছে ৯ হাজার ১৪ কোটি টাকা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement