ভ্যাট আরোপ হলে পাদুকা শিল্প ক্ষতির সম্মুখীন হবে
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিক পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি (১৫০ টাকা মূল্যসীমা পর্যন্ত) পুনর্বহালের দাবি জানিয়েছেন প্রস্তুতকারকরা।
গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির নেতারা জানান, আগের ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।
লিখিত বক্তব্যে সহসভাপতি আশরাফ আলী বলেন, প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার প্রস্তাব অযৌক্তিক। এটি কার্যকর হলে এই সাশ্রয়ী পণ্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। বিশেষত শ্রমজীবী, দিনমজুর, কৃষক, রিকশা-ভ্যান চালক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়বে।
তিনি বলেন, ভ্যাট অব্যাহতির ফলে পণ্যের সরাসরি উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। তারই ধারাবাহিকতায় নিম্ন আয়ের ক্রেতার ক্রয়ক্ষমতার বিবেচনায় এত উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও ১৫০ টাকা মূল্যে রাবার ও প্লাস্টিকের চপ্পল সরবরাহ অব্যাহত রেখেছে। এই কম উৎপাদন খরচের সুবিধা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছেছিল, যার মাধ্যমে দেশের নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ী দামে প্রয়োজনীয় হাওয়াই চপ্পল ও পাদুকা কিনতে পারছেন।
তিনি বলেন, এই পণ্যের মূল কাঁচামাল হচ্ছে পরিত্যক্ত রাবার ও প্লাস্টিকের চপ্পলজাতীয় অপচনশীল দ্রব্যাদি; যা সংগ্রহ করা হয় দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল টোকাই ও অতিদরিদ্র জনগোষ্ঠীর মাধ্যমে। সংগৃহীত এসব অপচনশীল পরিত্যক্ত প্লাস্টিক ও রাবারের চপ্পল রিসাইক্লিং করে আবার উৎপাদন করা হয়; যা পরিবেশের ভারসাম্য তথা জমির উর্বরতা বাড়াতে এবং জলাবদ্ধতা নিরসনে সহায়ক ভূমিকা পালন করে। ভ্যাট অব্যাহতির ফলে আমরা রিসাইক্লিং কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পেরেছি। এতে এক দিকে যেমন উৎপাদন খরচ কমেছে, অন্য দিকে পরিবেশদূষণ কমেছে। এসব বিবেচনায় ভ্যাট আইনের শুরু হতেই আমাদের উৎপাদিত প্লাস্টিক ও রাবারের পাদুকা ভ্যাট অব্যাহতি সুবিধা পায়।
মালিক সমিতি মনে করছে, গত দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই ব্যবসা ৩০-৪০ শতাংশ কমে গেছে। এ অবস্থায় ভ্যাট বাড়লে পরিস্থিতির আরো অবনতি হবে।
বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংগঠনটির নেতারা সরকারের কাছে অবিলম্বে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। দাবি পূরণ না হলে মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি নেয়ার কথা জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো: আবদুল কুদ্দুস (রানা), সিনিয়র সহসভাপতি মো: রেজাউল করিম, সহসভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান রহমান (সাজু), সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানসহ বিভিন্ন পাদুকা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা