২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

যেখানেই দুর্নীতি সেখানেই অ্যাকশনে যাচ্ছে সরকার : শারমীন এস মুরশিদ

-

সরকার যেখানেই দুর্নীতি পাচ্ছে সেখানেই অ্যাকশনে যাচ্ছে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দুর্নীতির অভিযোগে সবাইকে তো আর জেলখানায় ভরতে পারব না কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি।
শনিবার দুপুরে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইএ ভবনে তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ এই প্রত্যয়কে সামনে রেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যেগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নিয়ম-কানুন না মেনে সাভারে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেয়া হয়েছে। প্রকল্প বন্ধ হয়ে যাওয়াই ওদের একটা বিরাট বড় শাস্তি। এ রকম অনেকগুলো প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। মানুষ বলতেই পারে সমাজ কল্যাণ উপদেষ্টা কাজ করছে না। সব প্রজেক্টস বন্ধ করে বসে আছে। বলুক অসুবিধা নেই, কিন্তু বন্ধ হবে, যেগুলো দুর্নীতি করবে সেগুলো বন্ধ হবেই বলেও বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় আট শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement