শিপার্স কাউন্সিলের এজিএম অনুষ্ঠিত
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সভাপতি মো: রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতে গত বছর যেসব শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়াও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের নৌ, রেলওয়ে পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিষয়ে আলোচনা করা হয় এবং এসসিবির কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৪২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন-২০২৪ এবং ২০২৩-২০২৪ অর্থবছরের অডিটকৃত ব্যালেন্স শিট ও হিসাববিবরণী অনুমোদিত হয় এবং ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সভায় এসবিসির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা ও অন্যান্য পরিচালকসহ উল্লেখযোগ্যসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা