এলজি ও এলইডি ইভিও৪ সিরিজ বাজারজাত করল র্যাগস
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
দেশের শীর্ষস্থানীয় ইলেকটনিক্স্র কোম্পানি এবং বাংলাদেশে এলজি ইলেকট্রনিক্সের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে এলজি ও এলইডি ইভিও৪ সিরিজের উদ্বোধন করেছে। র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন; ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর মিঃ জেরাল্ডচোন যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ক্রেতাদের নতুন সিরিজের প্রতি আকর্ষণের কথা চিন্তা করে র্যাংগস ইলেকট্রনিক্স বরাবরই প্রিমিয়াম সিরিজ টিভি সবার আগে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বাংলামোটরের সোনারতরী টাওয়ারে সিরিজ জি বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নতুন সিরিজের এই টিভিসহ এলজির সব পণ্য পাওয়া যাবে দেশব্যাপী র্যাংগস ইলেকট্রনিক্সের বিভিন্ন শোরুম ও অনলাইন স্টোর shop.rangs.com.bd তে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা