২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

আইডিএলসি ফাইন্যান্সের শরিয়াহ অর্থায়ন উইন্ডো উদ্বোধন

-

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের শরিয়াহ অর্থায়ন উইন্ডো ‘আইডিএলসি ইসলামিক’-এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানটি গত মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। এতে শরিয়াহ বিশেষজ্ঞ, সম্মানিত অতিথি, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং প্রধান অংশীদাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: জাকির হোসেন চৌধুরী। এ ছাড়া আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, আইডিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং অন্যান্য শরিয়াহ বিশেষজ্ঞ ও অংশীদারদের উপস্থিতি এবং বক্তব্য অনুষ্ঠানের তাৎপর্য বৃদ্ধি করে। সন্ধ্যায় ‘শরিয়াহসম্মত অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন’-বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে শরিয়াহ অর্থায়ন ও টেকসই উন্নয়নের সাথে আইডিএলসি ইসলামিকের ভূমিকা এবং সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, ‘আইডিএলসি ইসলামিক আমাদের শরিয়াহভিত্তিক এবং টেকসই আর্থিক সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণকল্পে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শরিয়াহ নীতি পরিপালনের প্রতিশ্রুতি।’ আইডিএলসি ইসলামিক একটি দক্ষ শরিয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) তত্ত্বাবধানে পরিচালিত হয়, যা নিশ্চিত করে যে এর আর্থিক সেবা ও প্রক্রিয়াগুলো শরিয়াহ নীতিমালা অনুসারে পরিচালিত। এই নতুন উদ্যোগটি আইডিএলসির স্বচ্ছতা এবং প্রশাসনিক দক্ষতার ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়, যা শরিয়াহসম্মত এবং টেকসই আর্থিক ব্যবস্থার প্রতি আইডিএলসির প্রতিশ্রুতির প্রতীক। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
১১৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার

সকল