২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ডিএসইতে মূল্যসূচকের পতন হলেও বেড়েছে সিএসইতে

ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ কমেছে ২৫ দশমিক ৩৭ পয়েন্ট
-


চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সাথে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৮০ কোটি টাকা।
গতকাল বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। দিনশেষে সূচকটি অবস্থান ছিল পাঁচ হাজার ১৭৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১১৬৬ পয়েন্ট অবস্থান করতে দেখা গেছে। একই সাথে ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ২৪৭টির আর অপরিবর্তিত আছে ৫৭টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। গতকাল ডিএসইতে মোট ৪১৩ কোটি এক লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৩৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৯৪৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৬টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ২০টির। দিনশেষে সিএসইতে পাঁচ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল চার কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
১২০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ্-বাংলা ব্যাংক : শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংককে এক হাজার ২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ব্যাংকটি এই বন্ড ছেড়ে মূলধন বৃদ্ধি করবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যে দেখা যায়, ডাচ্-বাংলা ব্যাংক এক হাজার ২০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, ফুল্লি রিডিমঅ্যাবল বন্ড ছাড়বে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংকের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। সাব-অর্ডিনেটেড বন্ডের বৈশিষ্ট্য হলো এই বন্ডের ঋণ পরিশোধ অন্যান্য বন্ডের তুলনায় কম অগ্রাধিকার পাবে।

৫১ লাখ শেয়ার বিক্রি করবেন সি পার্লের পরিচালক : শেয়ারবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের করপোরেট পরিচালক শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে।
গতকাল ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের করপোরেট পরিচালক বেঙ্গল ভ্যাকেশন ক্লাব লিমিটেড।
প্রতিষ্ঠানটি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৫১ লাখ ২৩ হাজার ৪৩৬টি শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার স্টক এক্সচেঞ্জের পাবলিক বা ব্লক মার্কেটে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
কে অ্যান্ড কিউর বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি : শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তথ্যে দেখা যায় কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়। কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য পরিচালনা পর্ষদ আগামী ২ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এর আগে কোম্পানিটির ঘোষণাকৃত বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি দেয়নি বিএসইসি।

 


আরো সংবাদ



premium cement