২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান

-

প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) এবং অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) পদে কর্মরত ছিলেন।
এ কে এম তাহমিদুল ইসলাম ১৯৮৯ সালে বুয়েট থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে তিনি বুয়েট থেকে আইসিটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন।
তিনি ১৯৯৩ সালে পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। পরে তিনি বোর্ডের বিভিন্ন দফতরে উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা, নকশা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩২ বছর চাকরিকালীন অস্ট্রেলিয়া, জার্মানি, ইংল্যান্ড, ইতালি, চীন, গ্রিস এবং আমেরিকাসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) আজীবন সদস্য। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement