২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ

-

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে গত শনিবার স্প্রিং ২০২৫ ব্যাচের নবীনবরণ এবং সামার ২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এইচ এম জহিরুল হক। তিনি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব গঠন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার একটি প্রধান উপায়। শিক্ষার্থীদের জীবনে দৃঢ় লক্ষ্য স্থির করে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করতে হবে।
‘অনুষ্ঠানটিতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং পরিচালক (জনসংযোগ) এ এস এম জি ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ সানজাদ শেখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement