অ্যাডেফি লিমিটেডে বিনিয়োগ ভেঞ্চার ক্যাপিটালের
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশের আউট-অব-হোম (OOH) বিজ্ঞাপন প্রযুক্তি স্টার্টআপ অ্যাডেফি লিমিটেডের উন্নয়নে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ করেছে।
অ্যাডেফি লিমিটেড হল স্টিকার ড্রাইভারের প্যারেন্ট কোম্পানি, যা যানবাহনে বিজ্ঞাপন ও প্রচলিত আউটডোর বিজ্ঞাপনসহ বিস্তৃত বিজ্ঞাপন পরিষেবা দেয়। অ্যাডেফির ডেটা-চালিত বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এবং ইমপ্রেশন কাউন্ট অ্যালগরিদম প্রযুক্তির সাথে আউটডোর বিজ্ঞাপনকে একীভূত করে ব্র্যান্ডগুলোর জন্য শক্তিশালী নিয়ন্ত্রণ প্রদান করে।
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (BVCL), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU), জেন বাংলাদেশ এবং ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগ (DIE) ‘ফাউন্ডারস ইনসাইট’ আয়োজন করেছে, যেখানে খ্যাতিমান স্টার্টআপ প্রতিষ্ঠাতারা অংশ নেন। গত ১৮ জানুয়ারি ২০২৫-এ ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে উদ্যোক্তা ও উদ্ভাবনের সবচেয়ে উজ্জ্বল মেধাবীদের একত্রিত করা হয়। প্যানেলের আলোচকদের মধ্যে ছিলেন বিডিজবস-এর প্রতিষ্ঠাতা ও এমডি ফাহিম মাশরুর; উইডেভসের প্রতিষ্ঠাতা ও সিটিও তারেক হাসান; অ্যাডেফি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি বিনয় বর্মণ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা